বিষয়:
প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০১:২৩ এএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০১:২৩ এএম
নারায়ণগঞ্জ টুডে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উন্নয়নের জন্যই আমি মেয়র হয়েছি। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ও কদমরসুল (বন্দর) এর উন্নয়নে সমান অগ্রধিকার দেওয়া হয়েছে। উন্নয়ণ কাজে আমি কখনো বৈষম্য করিনি।
রোববার (১৬ জুন) বিকাল সাড়ে ৫ টায় নাসিক ৮নং ওয়ার্ড ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় রাস্তার পাশে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন, রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন কালে তিনি এ সব কথা বলেন।
মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশন জনগনের কল্যানে কাজ করে। উন্নয়নের কাজ করে। আজকের এ উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হয়েছে। তিনি সব সময় জনগনের কথা শুনে উন্নয়নের চিত্র তৈরি করেন।
বক্তব্য প্রদান শেষে সৈয়দ পাড়া ও শান্তিনগর এলাকাবাসি মেট্রোরেল নির্মানের প্রাথমিক নকশা তৈরি করছে এ বিষয়ে মেয়রকে বললে মেয়র বলেন, সরকার উন্নয়ন করে জনগনের জন্য। এ বিষয়টি আমি জানিনা। তবে আবাসিক এলাকায় জনগনের অকল্লানে কিছু হবে এটার সাথে আমি নাই। আমি জনগনের কল্লানে যা দরকার জনগনের পাশে থেকেই করতে চাই।
এসময় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, সৈদয়পাড়া, শান্তিনগরসহ অন্যান্য এলাকায় মেট্রোরেল রাস্তা, ষ্টেশন, ওয়াকশপ, ডিপো নির্মাণ করার একটি নশকা তৈরির কাজ চলছে। তাই এলাকাবাসী দাবি আবাসীক এলাকায় এ ধরনেন কাজ হক তারা চায়না। তারা রেলরাস্তা দিতে পস্তুত কিন্তু। মেয়র মহুদয় আপনি বিষয়টি দেখবেন।
পরে নাসিক ৯নং ওয়ার্ডে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র আইভী।
এসময় উপস্থিত ছিলেন,নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফ্রিল প্রধান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, শহর যুবলীগের সিনিয়র সহ- সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগে নেতা জামান মিয়া, বশির আহামেদ, শরীফ হিরা, মোহাম্মদ বিল্লাল হোসেন, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়র মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান ভূঁইয়া জুলহাস, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা মহি, বীরমুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, বীর মুক্তিযোদ্বা আয়েত আলী, ইমরান, মোবারক হোসেন, সমাজ সেবক শামীম, আরজু, সাইফুল ইসলাম বাবু প্রমূখ।
১৬ জুন,২০১৯/এমএ/এনটি
আপনার মতামত লিখুন :